রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অভিযোগের ভিত্তিতে চলছে একাধিক মামলা। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় ফের বড়সড়ো ঘটনা এল প্রকাশ্যে। জানা গিয়েছে, সাদা ওএমআর শিট জমা দিয়েও নম্বর বেড়েছে। ১ বা ২ নম্বর নয়, ৪০-এর ওপর নম্বর বাড়ানো হয়েছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
খোঁজ মিলেছে, উত্তম কুমার মল্লিক নামের ব্যক্তি, তাঁর নম্বর বাড়ানো হয়েছে ৫ থেকে ৪৩। এই প্রেক্ষিতেই ২ হাজার ৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওয়েমার শিট নিয়ে বসতে হবে বৈঠকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় মামলাকারী লক্ষী টুঙ্গার করা মামলায় আগামী ১৪ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের দফতরে বৈঠক করবেন সিবিআই মামলাকারীর আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিনিধি।
এদিকে স্কুল সার্ভিস কমিশনের বাজেয়াপ্ত করা হার্ডডিক্স এবং ওয়েএমআর শিট খতিয়ে দেখে আগামী ২১ ডিসেম্বর প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে সিবিআই, এমন নির্দেশ আগেই দিয়েছেন বিচারপতি। সিবিআই আদালতে জানিয়েছে, ওএমআর শিটে কারচুপি করেই ১৮৩ জনের পর আরও ৪০ জনকে চাকরির সুপারিশ দিয়েছিল এসএসসি। এবার ওই ওএমআর শিটের নমুনা, নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে।