অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷
এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। আদালত সাফ জানিয়ে দিল, আপাতত এই সংক্রান্ত পুরনো নির্দেশই বহাল থাকবে। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল দেওয়া সিঙ্গল বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন জানায় ইডি।
হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতিও দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু এদিন এজলাসে মেনকার আইনজীবী অনুপস্থিত থাকায় বিচারপতির কাছে আরও কিছু দিন সময় চাওয়া হয়। এর পরই ২৪ নভেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই সঙ্গে জানানো হয়, পরবর্তী শুনানির আগে পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকবে।