খনিতে ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু

চাঞ্চল্যকর পরিস্থিতি, আচমকাই এক ভয়াবহ ঘটনা মিজোরামে। কাজ চলাকালীন এক পাথরের খনিতে ধস। ঘটনাটি ঘটেছে মিজোরামের হানাথিয়াল জেলার মৌদারহে। জানা গিয়েছে, যে সময় এই ঘটনা ঘটে সেই সময়ে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। জানা গিয়েছে, শ্রমিকের পাশাপাশি বেশ কিছু যন্ত্রও মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। রাজ্য সরকার ওই স্থানে উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। চলছে উদ্ধারকাজ।

স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা এসে উদ্ধার কাজে সাহায্য করছেন। এছাড়া বিএসএফ ও আসাম রাইফেলস থেকেও উদ্ধারকারী দল এসেছে। শেষ পাওয়া খবর অনুসারে, খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ৮ জনের। আরও কয়েকজনের মৃত্যু হতে পারে এমন আশঙ্কা। জানা গিয়েছে, প্রায় আড়াই বছর ধরে এই খাদান থেকে পাথর তোলার কাজ চলছে। এও খবর মিলেছে, যারা মারা গিয়েছেন তারা সকলেই বিহারের বাসিন্দা। খাওয়ার পরে খাদানে নেমে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। তখনই ঘটে বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *