এই মুহূর্তে বাংলায় চলছে উৎসবের মরশুম, মিলছে একের পর এক ছুটি। আগামী সপ্তাহেই রয়েছে কালীপূজা ও ভাইফোঁটা। আগামী ২৭ অক্টোবর, ভাইফোঁটা উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের জন্য সরকার এই সিদ্ধান্ত নেয়।
সরকারের এই দিন ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মীরা টানা কয়েকদিন ছুটি পেতেই পারেন। তার কারণ ভাইফোঁটা বৃহস্পতিবার পড়েছে। মাঝে শুক্রবার বাদ দিলে শনিবার এবং রবিবার। তাই কেউ চাইলে টানা ছুটি নিতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর ছুটির তালিকা দীর্ঘায়িত হয়েছে। সমস্ত ধর্মাবলম্বী মানুষজনের কথা মাথায় রেখে ছুটি দেওয়া হয়। অনেক অর্ধ দিবসের ছুটি পূর্ণ দিবসও করে দেওয়া হয়েছে। তাই এই ছুটি পেয়েও স্বাভাবিকভাবে খুশি রাজ্য সরকারি কর্মীরা।