বৃষ্টিকে উপেক্ষা করেই জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল দেব শিল্পীর পুজো। জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন সংস্থা ও কলকারখানায় অনুষ্ঠিত হলো বিশ্বকর্মার পুজো।
পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার ও দেবতাদের শিল্পী বলা হয় বিশ্বকর্মাকে। আগে সেই প্রকারে ধুমধাম করে পুজো না করা হলেও এই দেবতার পুজোতে এখন কোথাও কোথাও থিমের আয়োজন করতে দেখা যায়। অনেকের বাড়িতে ও মূলত কলকারখানায় বিশ্বকর্মার পুজো হয়ে থাকে।
শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই গৃহস্থের বাড়িগুলোতে পুজো অনুষ্ঠিত হয়েছে এদিন। পুরোহিতের উপস্থিতিতে পুজো সম্পন্ন হয়েছে সর্বত্র। বাড়িতে বিভিন্ন যানবাহনের পুজো দিয়েছেন অনেকে।