স্বনির্ভর গোষ্ঠী গঠনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, ট্যুইট মমতার

সাধারণ মানুষকে স্বনির্ভর করে তুলতে বহু উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার প্রতিফলন মিলল কেন্দ্রের রিপোর্টে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে স্বনির্ভর গোষ্ঠী গঠনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে ১ নম্বর স্থান অর্জন করেছে। এই রিপোর্টে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই টুইটারে জানিয়েছেন তিনি।

টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মোট ১০লক্ষ ৪ হাজার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যে, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে স্বনির্ভর গোষ্ঠী গঠনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে ১ নম্বর স্থান অর্জন করেছে।” তিনি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত সকলে অভিনন্দন জানিয়েছেন।

 

বর্তমানে লক্ষ লক্ষ মহিলা নানা কাজে যুক্ত হয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে এখন একাধিক জায়গায় এই মহিলারা কাজ করছেন। দেখা যাচ্ছে, কারও উৎপাদিত সামগ্রী দেশ-বিদেশে রফতানিও হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *