করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। করোনা সংক্রমণ কমার লক্ষণ থাকলেও হঠাৎ তা বেড়েও যাচ্ছে। কিন্তু এখন চিন্তা যে শুধু এই ভাইরাস নিয়ে নয়, চিন্তা ডেঙ্গিকে নিয়েও। আর ক্রমাগতভাবে বৃষ্টি যত বাড়ছে ততই বাড়বাড়ন্ত হচ্ছে মশার উপদ্রব।
মূলত উত্তরবঙ্গে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে পিছিয়ে নেই দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে একাধিক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শিলিগুড়িতে নতুন করে কমপক্ষে ১৯ জন আক্রান্ত হয়েছে মশাবাহিত এই রোগে।
রাজ্যের দিকে সার্বিকভাবে নজর দিলে দেখা যাচ্ছে কলকাতা প্রায় ডেঙ্গি প্রবণ হয়ে উঠেছে। সংক্রমণ, মৃত্যু সবই হয়েছে শহরে। ইতিমধ্যেই ২৫ টি ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ হিসেবে চিহ্নিত করেছেন পুরসভার কর্তারা।
শেষ কয়েকদিনে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছে যাদের মৃত্যু শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ আছে। তাই ভয় এবং আতঙ্ক যে বাড়ছেই তা হলফ করে বলা যায়। করোনাকে ছাপিয়ে যেন চলে যাচ্ছে ডেঙ্গি। অন্তত বিগত কিছুদিনের রিপোর্ট এই কথাই বলছে।
কলকাতা পুরসভা কয়েক সপ্তাহ আগেই রিপোর্ট দিয়েছিল যে, কলকাতার ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮২, ৮৩, ৯৩, ৯৪, ১১২, ১১৭ ও ১২১ নম্বর ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ। এছাড়াও বাগুইআটি, বিধাননগর এলাকায় বাড়ছে এই রোগ। ইতিমধ্যে বেশ কয়েক দফায় ডেঙ্গু নিয়ে বৈঠক করেছে রাজ্য সরকার।