মমতার কাছে হেরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলা অন্য রাজ্যে সরাতে গিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা ভিন রাজ্যে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দারস্ত হন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টেই ফেরাল সুপ্রিম কোর্ট। এই মামলার বিচারের জন্য কলকাতা হাইকোর্ট উপযুক্ত , জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানিতে আর কোনো সমস্যা রইল না।