রাজনীতির মঞ্চে নতুন জল্পনা, তবে কি এবার প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর ভাই

জল্পনা বাড়ছে মুখ্যমন্ত্রীর ভাই-এর রাজনীতিতে আশা নিয়ে৷ ঠিকানা বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন৷ কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে তিনি হলেন হাওড়া শিবপুরের বাসিন্দা৷ ৬/১ দীনু মাস্টার লেনের ঠিকানায় ভোটার তালিকায় নাম উঠল স্বপনের৷ হাতে পেলেন সচিত্র পরিচয়পত্র৷ 

আর ঠিকানা বদলের মধ্যে দিয়েই আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি৷ বাবুনের কথায়, ‘‘হাওড়ায় চাকরি করি, হাওড়াকে প্রাণ দিয়ে ভালবাসি, হাওড়াবাসীর পাশে থাকতে চাই।’’ তবে কি আগামী দিনে প্রার্থী হবেন তিনি? এ প্রসঙ্গে বাবুন বলেন, ‘‘আমি দলের একজন কর্মী৷ দলের কাছে আবেদন জানাব। যদি আমাকে প্রার্থী করা হয়, তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি সামনে রেখেই লড়াই করব।’’ 

এতদিন ভোটের ময়দানে না নামলেও, বাবুন বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পরিচিত মুখ। আপাতত তৃণমূলের ক্রীড়া সেলের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবেরও কার্যকরী সমিতিরও অন্যতম সদস্য। এছাড়াও ময়দানের একাধিক খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই৷ কলকাতার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে হাওড়াতেও নানা ধরনের সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন৷ সেখানেও সমান সক্রিয় বাবুন। নিয়মিত সমাজসেবা করেন। করোনাকালেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *