একের পর এক প্রার্থী ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কলকাতার বালিগঞ্জ বিধানসভা এবং পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক টুইটে জানিয়েছেন, এবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।
নির্বাচন কমিশন গতকালই বিজ্ঞপ্তি দিয়ে কলকাতার বালিগঞ্জ বিধানসভা ও পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে৷ আগামী ১৭ মার্চ এই দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। ২৪ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ২৫ মার্চ জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১২ এপ্রিল দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে। ১৬ এপ্রিল ভোট গণানার দিন ধার্য করা হয়েছে বলে আজ কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। গত নভেম্বরে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ ও অক্টোবরে বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় এই আসন দুটি শূন্য ছিল৷