ভারতের অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর থিম ‘#ব্রেকদ্যবায়াস’ অনুসরণে সকলের জন্য সমান ভবিষ্যতের অঙ্গীকার বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোম্পানির তরফে একগুচ্ছ নারী-কেন্দ্রিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য মহিলা অ্যামওয়ে ডাইরেক্ট সেলিং পার্টনার (এডিএস পার্টনার্স) ও সম্ভাবনাপূর্ণ মহিলা উদ্যোগীদের দক্ষতা ও বৃদ্ধির সুযোগ প্রদান করা, যাতে তারা তাদের উদ্যোগ সফল করার পথে এগিয়ে যেতে সক্ষম হন।
অ্যামওয়ে শুধু তাদের এডিএস পার্টনারদের সঙ্গে উদযাপনে মেতেছে, তা নয়। মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে তারা #এক্সট্রাঅর্ডিনারিইনঅর্ডিনারি উদ্যোগ শুরু করেছেন। অ্যামওয়ের নারীরা তাদের কাহিনী নিয়ে ভার্চুয়াল সেলিব্রেশনে অংশ নেবেন ও তাদের সাহস ও ধৈর্য্যের কাহিনী তুলে ধরবেন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন।
এপ্রসঙ্গে, অ্যামওয়ে ইন্ডিয়ার সিইও অংশু বুধরাজা বলেন, অ্যামওয়ের প্রচেষ্টার সঙ্গে এবছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম (#ব্রেকদ্যবায়াস) সামঞ্জস্যপূর্ণ। তারা চান চিরকালীন প্রথামুক্ত ও বিভেদমুক্ত এক বিশ্ব। তাঁর বিশ্বাস, মহিলা উদ্যোগীদের হাতেই রয়েছে ভারতে অ্যামওয়ের ভবিষ্যতের চাবিকাঠি। অ্যামওয়ের অসাধারন উদ্যোগপূর্ণ সুযোগের মাধ্যমে তারা মহিলা এডিএস পার্টনারদের প্রেরণা জোগাচ্ছেন, যার ফলে আরও বেশিসংখ্যায় মহিলা্রা অংশ নিতে উৎসাহ বোধ করছেন।