দেশে চলেছে করোনা আতঙ্ক।কিন্তু তার ছিটেফোঁটাও বোঝা গেল না আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে।বিগত কয়েকদিন আগেই রাজ্যের বনদপ্তর বন সহায়ক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্দেশিকায় বলা হয়েছে ওই শূন্যপদের আবেদন অফলাইনে জমা দিতে নিজের নিজের জেলার বনদপ্তরের অফিসে।সময়ও মাত্র দেওয়া হয়েছে সাতদিন। আজ এই শূন্যপদের ফর্ম জমা।দিতে গিয়ে প্রার্থীরা ভুলে গেল করোনা আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় হাজারদুয়েক প্রার্থী জমা দিতে আসে আলিপুরদুয়ার বন দপ্তর অফিসে।জমা দেওয়ার হুড়োহুড়িতে শিকেয় ওঠে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে সব ব্যবস্থাতেই অনলাইনে জোর দেওয়া হচ্ছে তখন বন সহায়ক শূন্যপদের আবেদন অনলাইন প্রক্রিয়ায় হলো না কেন? এর সঙ্গে সময়সীমা মাত্র ৭দিন দেওয়া হয়েছে কেন? প্রশ্ন তুলেছেন ফর্ম জমা করতে আসা একাধিক প্রার্থী