চারদিনের প্রচেষ্টায় ত্রিপুরা একটি গোল্ড ও চারটি সিলভার মেডেল জয় করে নিয়েছে ইন্ডিয়াস্কিলস ২০২১-এর পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায়। সবমিলিয়ে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় জয় লাভ করেছেন। বিহারের রাজ্যপাল ফাগু চৌহান পাটনার বাপু সভাঘরে বিজয়ীদের সংবর্ধনা জানিয়ে তাদের প্রত্যেককে গোল্ড মেডেল-সহ ২১,০০০ টাকা আর্থিক পুরস্কার হিসেবে প্রদান করেছেন। সিলভার মেডেল-সহ ১১,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে ফার্স্ট রানার্স-আপদের।
ত্রিপুরার প্রীতম দাস ওয়েব টেকনোলজিতে গোল্ড মেডেল জিতেছেন। বিউটি থেরাপি, সিএনসি মিলিং, সিএনসি টার্নিং এবং হেলথ অ্যান্ড সোস্যাল কেয়ারে সিলভার মেডেল জয় করেছেন যথাক্রমে নিকিতা দেবনাথ, মোহিত পাল, মনঞ্জিতা দে ও নাছিম উদ্দিন। পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যোগ দিয়েছিল সেগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, বিহার, ঝাড়খন্ড, মিজোরাম, ওড়িশা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ।
আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীরা ডিসেম্বর ২০২১-এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং শীর্ষ স্থানাধিকারীরা অক্টোবর ২০২২-এ চীনের সাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশনে অংশ নেবেন। ২০ থেকে ২৩ অক্টোবর এই প্রতিযোগিতায় ৪২টি স্কিলসে ২৪০ জনেরও বেশি প্রতিযোগী যোগ দিয়েছিলেন।
পরবর্তী রিজিয়োনাল কম্পিটিশন হবে গান্ধিনগর (ওয়েস্ট), চন্ডীগড় (নর্থ) ও বিশাখাপত্তনমে (সাউথ)। ইন্ডিয়াস্কিলস ন্যাশনাল কাম্পিটিশন হবে ডিসেম্বর ২০২১-এ, বেঙ্গালুরুতে। ইন্ডিয়াস্কিলস ন্যাশনাল কম্পিটিশনে জয়ীরা ওয়ার্ল্ডস্কিলস সাংহাইয়ে ভারতের প্রতিনিধিত্ত্ব করার জন্য প্রশিক্ষণ নেবেন।