সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলির শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য ও দেশে বর্তমানে চলতে থাকা ‘ডিজিটাল ডিভাইড’ দূরীকরণের লক্ষ্যে অ্যামাজন ইন্ডিয়া ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগ শুরু করল।
অ্যামাজন তাদের ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগের অধীনে সুবিধাবঞ্চিত তরুণ শিক্ষার্থীদের মধ্যে ২০,০০০ ডিজিটাল ডিভাইস বিতরণ করবে। এজন্য অ্যামাজন ইন্ডিয়া ১৫০টিরও বেশি বড় ও ছোটো অলাভজনক সংস্থার সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে। এর ফলে ১০০,০০০ পড়ুয়া উপকৃত হবে। এছাড়া, গ্রাহক ও কর্মীদের উৎসাহিত করে আবেদন জানানো হবে তারা যেন নগদ টাকা অথবা তাদের ব্যবহৃত মোবাইল ফোন দান করেন। সংগৃহিত মোবাইল ফোনগুলি ‘রিফার্বিশ’ করার পর সেগুলি ডিজিটাল লার্নিং ডিভাইস হিসেবে তরুণ পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে।
অ্যামাজন ইন্ডিয়া ‘ডেলিভারিং স্মাইলস’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে সরাসরি ডিজিটাল ডিভাইস বন্টন করবে। ‘অ্যামাজন পে’ ও ‘গিভইন্ডিয়া’র মধ্যে দানের অর্থ সংগ্রহ করার ব্যাপারে চুক্তি হয়েছে। সেই সংগৃহিত অর্থ পড়ুয়াদের জন্য নতুন ডিভাইস, ডেটা কার্ড ও ডিজিটাল অ্যাক্সেসরিজ ক্রয়ের জন্য ব্যয় করা হবে। গ্রাহকরা তাদের পুরনো মোবাইল ফোন অনলাইনে দান করতে পারবেন। অসংখ্য তরুণ-বয়সীদের মধ্যে বন্টনের জন্য সেগুলি ‘রিফার্বিশ’ করে ভারতের অগ্রণী অলাভজনক সংস্থা ‘গুঞ্জ্’কে দেওয়া হবে।