নতুন মূল্যতালিকা ঘোষণা করল ‘জী’

নিউ ট্যারিফ অর্ডার (এনটিও) ২.০ বিষয়ে বোম্বাই হাই কোর্টের নির্দেশ অনুসারে (৩০-০৬-২০২১) দেশের অগণিত দর্শকদের জন্য ভারতের অগ্রণী মিডিয়া ও এন্টারটেনমেন্ট পাওয়ারহাউস জী এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেজ লিমিটেড (জীল) তাদের সকল চ্যানেলের নতুন শুল্কতালিকা ঘোষণা করল। নিউ ট্যারিফ অর্ডার (এনটিও) ২.০ সংক্রান্ত যেসব আবেদন শীর্ষ আদালতে বিবেচনাধীন রয়েছে, সেগুলি অবশ্য এই ঘোষণার দ্বারা কোনওভাবে লঙ্ঘণ করা হবে না। 

‘জীল’ প্রথম থেকেই দর্শকদের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তুলেছে। বর্তমানে জীলের নেটওয়ার্কে রয়েছে ১১টি ভাষায় ৬৭টি চ্যানেল। হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষায় জীলের ভিউয়ারশিপ শীর্ষস্থানে রয়েছে। জীল প্রতি সপ্তাহে ৪১৯ ঘন্টার নতুন কন্টেন্ট তৈরি করে, যার ফলে একে ভারতের অন্যতম ‘মোস্ট ইনভেস্টেড কনজিউমার ব্র্যান্ড’ হিসেবে গণ্য করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *