বাংলার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ প্রতিযোগিতার সিজন-২ সমাপ্ত হল ২৪ সেপ্টেম্বর, হোটেল মন্টানা ভিস্তায়। সন্দীপজি রিয়ালএস্টেট লিমিটেড চালিত এই প্রতিযোগিতাটি এসআর মডেলিং স্টুডিয়োর একটি প্রকল্প। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রতিযোগিতা তরুণ-বয়স্ক ও বিবাহিত মহিলাদের সর্ববৃহৎ প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে প্রতিযোগীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি মডেলিং জগতে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে যান।
মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্টের চেয়ারম্যান সম্রাট রাজপুত ও ভাইস-চেয়ারপার্সন মিস রেশমী দেওকোটা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শেডস এন্টারটেনমেন্টের ডিরেক্টর মিঠুন সাহা।
বাংলার বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এসেছিলেন ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ টাইটেল অর্জনের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের আশা নিয়ে। এবছরের বিজয়ীরা হলেন: মিস ক্যাটাগরি – মিস বেঙ্গল ইন্ডিয়া ২০২১ – সিমরান শর্মা, মি. ক্যাটাগরি – মি. বেঙ্গল ইন্ডিয়া ২০২১ – অ্যান্ড্রুজ বড়ুয়া এবং মিসেস ক্যাটাগরি – মিসেস বেঙ্গল ইন্ডিয়া ২০২১ – দীপমালা জয়সওয়াল। এবারের প্রতিযোগিতায় ডিরেক্টর্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন মিস সুমন ঠাকুর ও মি. রিজেম আর নায়ক। অংশগ্রহণকারী সকলেই অনুষ্ঠানটিকে সফল করার জন্য যথাযোগ্য ভূমিকা পালন করেছেন।