আনঅ্যাকাডেমির ছাত্র, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের ব্রতীন মন্ডল (১৮) আইআইটি-জেইই মেইনস পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছে। তার অল ইন্ডিয়া র্যাংক – ১৮।
ব্রতীন একাদশ শ্রেনিতে পড়ার সময় থেকে প্রস্তুত হতে শুরু করেছিল। আইআইটি-জেইই পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হয়েছে সে। অনলাইন লার্নিং প্লাটফর্ম আনঅ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রতীন বলে, তার উল্লেখযোগ্য ফলের পেছনে রয়েছে আনঅ্যাকাডেমির এডুকেটর, কম্প্রিহেন্সিভ কোর্স ও টেস্ট সিরিজ।
বরাবর মাঝারি মানের ছাত্র হয়েও শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র ব্রতীনের স্বপ্ন ছিল কর্মজীবনে সে বিজ্ঞান নিয়ে অগ্রসর হবে, আর সেজন্য দেশের কোনও নামী টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করবে। এবার ব্রতীন আইআইটি-জেইই অ্যাডভান্সড এগজামের দিকে চোখ রেখে এগোচ্ছে, যাতে তার স্বপ্ন সফল করার কোনও আইআইটি’তে পড়ার সুযোগ পেতে পারে সে।