বাইজু’স-এর ছাত্র অরিজিৎ পাল দশম স্তরের বোর্ড পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে ত্রিপুরা রাজ্যকে গর্বিত করেছে। সিবিএসই’র মেরিট লিস্টে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে গোমতির বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অরিজিৎ। সে একবছরেরও বেশি সময় ধরে বাইজু’স থেকে ওই অ্যাপের ডিজিটাল লার্নিং টুলস ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলো। উল্লেখ্য, অরিজিনাল কনটেন্ট, ওয়াচ-অ্যান্ড-লার্ন ভিডিয়ো, অ্যানিমেশন ও ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে পড়ুয়াদের শিক্ষাগ্রহণ প্রক্রিয়াকে সহজ করে তোলে বাইজু’স।
অরিজিৎ পালের সাফল্যে গর্ব প্রকাশ করে বাইজু’স-এর চিফ কনটেন্ট অফিসার বিনয় এমআর জানান, অরিজিতের সাফল্য বাইজু’স প্লাটফর্মের কার্যকারিতার এক প্রকৃত উদাহরণ। অরিজিৎ পাল বাইজু’স-এর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলে, তার শেখার ব্যাপারে ও পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক দিকনির্দেশ করেছে বাইজু’স। অ্যাপের মাধ্যমে আনলিমিটেড প্র্যাক্টিস টেস্টস ও মাল্টিপল রিভিশনস তাকে পরীক্ষার জন্য তৈরি হতে খুবই সাহায্য করেছে।