ফ্লিপকার্ট আগামী উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর জন্য প্রস্তুত হতে শুরু করেছে। প্রস্তুতির অঙ্গ হিসেবে তাদের ‘কিরানা ডেলিভারি প্রোগ্রাম’ আরও মজবুত করার কাজ চলছে। ‘কিরানা ডেলিভারি প্রোগ্রাম’-এর মাধ্যমে স্থানীয় দোকানগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে সঙ্গে নিচ্ছে ফ্লিপকার্ট।
এবারের উৎসবের মরশুমে ১০০,০০০ কিরানা পার্টনার যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে, যারা হাজার হাজার শিপমেন্ট ডেলিভারি দেবে্ন। গত বছর উৎসবের মরশুমে ১০ মিলিয়নের বেশি ডেলিভারি দেওয়া সম্ভব হয়েছিল কিরানা পার্টনারদের মাধ্যমে। ফ্লিপকার্ট এই প্রোগ্রাম চালু করেছিল ২০১৯ সালে। সেই থেকে এপর্যন্ত ডেলিভারি ব্যবস্থাকে আরও মজবুত করে তোলার কাজ চালানো হচ্ছে। গত বছরের থেকে এবারের কিরানা পার্টনারের সংখ্যা দ্বিগুণ। যেসব পিনকোড অঞ্চলে পৌঁছানো কঠিন সেইসব এলাকাতেও ডেলিভারি দেওয়া হবে কিরানা পার্টনারদের মাধ্যমে। সেইসঙ্গে তাদের জন্য বাড়তি আয়ের পথ খুলে দিচ্ছে ফ্লিপকার্ট। কিরানাগুলিকে যুক্ত করার জন্য এবং উৎসবের আগেই তাদের তৈরি করার জন্য ফ্লিপকার্ট কয়েকমাস আগে থেকেই তাদের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের আহ্বান জানিয়েছে, যাতে তারা নিজেদের যাবতীয় তথ্য ও ডকুমেন্ট সময়মতো জমা দিয়ে ‘কিরানা পার্টনার’ হতে পারেন।