আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের রাইটস ইস্যু খুলছে, যা বন্ধ হবে ৭ অক্টোবর। রাইটস ইস্যু পাওয়া যাবে শেয়ার পিছু ১০০ টাকায়।
রাইটস ইস্যুর মাধ্যমে সংগৃহিত অর্থ ব্যবহৃত হবে বকেয়া ঋণ মেটাতে এবং কোম্পানির ব্যবসা চালিয়ে যাওয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ও কর্পোরেট কাজকর্মের প্রয়োজন পূরণের জন্য। ১০ টাকা ফেস ভ্যালুর ২,২৪.৬৪,১৮৮টি ‘ফুললি পেইড-আপ ইকুইটি শেয়ার’ ১০০ টাকা দরে পাওয়া যাবে, যার মধ্যে শেয়ার প্রতি প্রিমিয়াম ৯০ টাকা। ইকুইটি শেয়ার হোল্ডারগণ ‘রাইটস বেসিসে’ ১৯:২৯ অনুপাতে মোট ২২৪.৬৫ কোটি টাকার শেয়ার কিনতে পারবেন।
প্রসঙ্গত, গত অগাস্টে কোম্পানি তাদের অ্যাসোসিয়েটেড কোম্পানি অ্যাস্ট্রন পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের সম্পূর্ণ ১৮.৮৭% স্টেক ৪৬.৯৪ কোটি টাকার বিনিময়ে ডিভেস্ট করেছে। ২০২১ অর্থবর্ষে কোম্পানির নেট প্রফিট ছিল ৫৭.২৩ কোটি টাকা। এইসময়ের নেট সেলস ছিল ১,২৯২ কোটি টাকা। বর্তমানে এশিয়ান গ্রানিটো ১০০টিরও বেশি দেশে রপ্তানি করে এবং সেই সংখ্যা বাড়িয়ে ১২০-র বেশি করার পরিকল্পনা রয়েছে। এশিয়ান গ্রানিটোর লক্ষ্য তাদের রিটেল টাচপয়েন্টের সংখ্যা ১০,০০০টির বেশি করা ও এক্সক্লুসিভ শোরুমের সংখ্যা ৫০০টি অতিক্রম করা।