অতিমারির মতো বিশ্বব্যাপী সমস্যা রোধ করতে বিভিন্ন দেশের একসঙ্গে কাজ করা উচিত – এবছরের এক্সপো ২০২০ গ্লোবাল সার্ভে অনুযায়ী ৮৮ শতাংশ ভারতীয় এরকম মনে করেন। ২০২১-এর এই সার্ভেতে ২৪টি দেশের ২২,০০০ জন মানুষ অংশ নিয়েছিলেন, যাদের মতামত প্রভাবিত হয়েছে কোভিড-১৯ দ্বারা। ইউগভ-এর (YouGov) সঙ্গে একযোগে পরিচালিত সার্ভেটি অতিমারির আগে হওয়া ২০১৯ সালের একইরকম অন্য একটি সমীক্ষা অনুসরণে চালিত হয়েছিল।
এক্সপো ২০২০ সমীক্ষায় ভারতের ৫৬ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তাদের মতে আরও ভাল ভবিষ্যতের জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতা হওয়া উচিত। ৫৭ শতাংশ অংশগ্রহণকারী জানান, তারা বিশ্বাস করেন প্রযুক্তিগত উদ্ভাবন ঐক্যের পথনির্দেশ করবে। উল্লেখ্য, এক্সপো ২০২০ সমীক্ষায় নতুন প্রযুক্তির প্রতি আস্থার বিষয়টি ভারতের প্যাভিলিয়ন থিমের সঙ্গে সাযুজ্যপূর্ণ। কোভিড-১৯ শুরুর পর এক্সপো ২০২০ হল অন্যতম প্রথম গ্লোবাল মেগা-ইভেন্ট, যা চলবে ১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত। এক নতুন পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যোগ দেবেন।