BYJU’S Young Genius- এর দ্বিতীয় ইনিংস

নিউজ ১৮ নেটওয়ার্কের উদ্যোগ চলতি বছরের জানুয়ারী থেকে মার্চের মধ্যে BYJU’S Young Genius অনুষ্ঠানটি প্রচারিত হয়। প্রথম পর্যাযের এই অনুষ্ঠানটি দর্শক এবং অংশগ্রহণকরী শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই কথা মাথায় রেখে নিউজ ১৮ নেটওয়ার্কের পক্ষ থেকে BYJU’S Young Genius- এর দ্বিতীয় সংস্করণ ঘোষণা করাহল।শিক্ষাবিদ, শিল্পকলা, বিজ্ঞান, খেলাধুলা, সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে ব্যতিক্রমী প্রতিভার অধিকারী শিশুদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১পর্বের এই অনুষ্ঠানটিতে ৬ থেকে ১৫ বছরের শিশু-কিশোররা অংশ গ্রহণ করতে পারবে। প্রতিটি পর্বে বিভ্ভিন্ন ক্ষেত্রে জয়ী প্রতিযোগীরা ধীরে ধীরে মূল পর্বের দিকে এগিয়ে যাবে। গতবারের মত এবারও প্রতিযোগীদের সাথে কিছু খ্যাতমান ভারতীয় ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেখা যাবে।প্রথম পর্যায়ের অনুষ্ঠানে বীরেন্দ্র শেওয়াগ, পি ভি সিন্ধু, মোহনলাল সহ বিভিন্ন ভারতীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছিলেন।
সংস্থার মার্কেটিং হেড অতিত মেহতা বলেন, আমাদের দেশ ব্যতিক্রমী প্রতিভায় পরিপূর্ণ। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্শ্য হল সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করে তাদের বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। যেসব শিশুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা https://www.news18.com/younggenius/ এ নিবন্ধন করতে পারেন অথবা BYJU’S অ্যাপটি ডাউনলোড করে BYJU’S Young Genius বিভাগে নিবন্ধন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *