কোভিড-১৯ সেকেন্ড ওয়েভে ভারতে পাঁচটি রাজ্যে প্রায় ৮০ হাজার অপ্রাপ্তবয়স্ক ‘পজিটিভ’ চিহ্নিত হয়েছে বলে সরকারি হিসেব থেকে জানা গেছে। অথচ তাদের জন্য এখনও কোনও অনুমোদিত ভ্যাক্সিনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এই অবস্থায়, ১৮ বছরের কমবয়সীদের মধ্যে ইমিউনিটি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। আয়ুষ মন্ত্রালয়ের পরামর্শ অনুসারে প্রাকৃতিক উপায়ে প্রস্তুত রোগপ্রতিরোধক ব্যবস্থা এবং গিলয়, আমলা ও পিপ্পালির মতো চিরকালীন উপাদানসমূহ তাদের দেওয়া যেতে পারে স্বাভাবিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। অভিভাবকদের উচিত বাড়ির ছোটোরা যেন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পায় তা নিশ্চিত করা।
হজম শক্তি বৃদ্ধির জন্য লিউপিন’স অ্যাপ্টিভেট আয়ুর্বেদিক সিরাপ ছোটোদের দেওয়া যায়। সেইসঙ্গে তারা খেতে পারে বাড়িতে রান্না করা খাবার। অ্যাপ্টিভেট ক্ষুধা বৃদ্ধি করে এবং এর নিয়মিত সেবনে হজমশক্তি ভাল হয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। গিলয়, আমলা, পিপ্পালি প্রভৃতি প্রাকৃতিক উপাদান রয়েছে অ্যাপ্টিভেটে, যা ছোটোদের মধ্যে ‘স্ট্রং ইমিউন সিস্টেম’ গড়ে তোলে।