করোনা আবহে শহিদ দিবসের মত তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও এবার পালিত হতে চলেছে ভার্চুয়ালি৷ প্রস্তুতি এখন তুঙ্গে৷ ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ ২১ জুলাইয়ের মতো কালীঘাট থেকেই ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দুপুর ২টোর সময় শুরু হবে ভাষণ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনমের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনের লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে ছাত্র-যুবরা৷ ছাত্র যুব সংগঠনের এই কর্মসূচি সফল করতে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেন৷ ছাত্র–যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রচার। রীতিমতো উন্মাদনায় ফুটছেন ছাত্র– যুবরা।
গান্ধী মূর্তির পাদদেশেই শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান হবে। তৃণমূল ছাত্র পরিষদ ইতিমধ্যেই নিজেদের ব্লগ তৈরি করেছে। সেখানে সমস্ত প্রাক্তন নেতাদের সাক্ষাৎকার থাকছে। যা আপলোড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ইউটিউব চ্যানেলেই। এই ব্লগের উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্লগে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়। থাকছে শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এবারের ২৮ অগস্টের জন্যে গান বেঁধেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।