চার মাস পর পর্যটকদের জন্য খুলল হাজারদুয়ারি

করোনার দ্বিতীয় ঢেউ সামলে চার মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল হাজারদুয়ারি। লাগামহীন করোনার ভাইরাসের সংক্রমণের জেরে প্রায় ৪ মাস বন্ধ ছিল অন্যতম পর্যটন ক্ষেত্রে। আজ সমস্ত অধীনস্থ স্মৃতিসৌধ ও প্রদর্শনী শালা খুলে দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তালা পরে যায় হাজারদুয়ারীতে। ফিরে আসে ২০২০-এর মার্চ মাসের খাঁ খাঁ করা সেই ছবিটা। পর্যটকদের ভিড় এড়াতে রাতারাতি বন্ধ হয়ে যায় ঐতিহাসিক সৌধগুলি। অবশেষে মঙ্গলবার থেকে হাজারদুয়ারি খুলল।


ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের দ্বার বন্ধ হওয়ার সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল হাজারদুয়ারি সংলগ্ন দোকানগুলি। পর্যটক নেই, ঝাপ বন্ধ ছিল সমস্ত দোকানের, তবে নতুন করে হাজারদুয়ারি খোলায় আবার নতুন করে ব্যবসায় আশার আলো দেখছেন দোকানদার ও ব্যবসায়ীরা। সামনেই আসছে উৎসবের মরশুম। পাশাপাশি দুর্দিন কাটিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে করোনা কাঁটায় মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *