তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে একের পর চমক আনছে রাজ্য সরকার। বারংবার তিনি বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের সুবিধার্থেই কাজ করবে সরকার। স্বাস্থ্যই হলো আসল সম্পদ, সমাজের অন্যতম ভিত্তি। তাই ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ক্ষমতায় আসা থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে আলাদা নজরে রেখেছেন তিনি। বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে অনেক। এ বারে প্রত্যন্ত গ্রামেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দিতে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নয়া এই প্রকল্পটিকে রাজ্যের টেলিমেডিসিনে অন্তর্ভুক্ত করা হল।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ দিবসের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন এই স্বাস্থ্য প্রকল্পে গ্রামের রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। গ্রামাঞ্চলে যেসব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকেই টেলিমেডিসিনের মাধ্যমে এই প্রকল্প রূপায়িত হবে। আগামীদিনে স্বাস্থ্য কেন্দ্রগুলিকেই ক্লিনিকে উন্নীত করা হবে বলেও তিনি জানান। বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ পাবেন যে কোনও রোগী বা রোগীর পরিবার।