চাহিদা বাড়ার কারণে বর্তমানে দেশের উত্তরপূর্বাঞ্চলে ই-কমার্সের বৃদ্ধি ঘটছে। গ্রাহকদের অর্ডারের পণ্যসামগ্রী নিরাপদে ডেলিভারি দেওয়ার জন্য ও বাড়তি আয়ের জন্য ক্রমশ বেশি সংখ্যায় কিরানা ই-কমার্স প্লাটফর্মে যোগ দিচ্ছে। কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো পূর্ব ও উত্তরপূর্বের শহরগুলিতে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম বেশিমাত্রায় প্রসারিত হচ্ছে এবং ই-কমার্সের সঙ্গে স্থানীয় কিরানাগুলির সম্পর্ক বৃদ্ধির ফলে এই অঞ্চলের গ্রাহকরা কেনাকাটার অভিজ্ঞতা আরও বেশি পাচ্ছেন।
২০১৯ সালে শুরু হওয়া ফ্লিপকার্ট কিরানা প্রোগ্রাম টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে আরও বেশিমাত্রায় প্রসারণের লক্ষ্যে এগিয়ে চলেছে, আর সেইসঙ্গে কিরানাগুলির সামনে এনে দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম উত্তরপূর্বাঞ্চলের হাজার হাজার কিরানা ডেলিভারি পার্টনারকে স্থায়ী আয়ের সুযোগ করে দিয়েছে। বর্তমানে ফ্লিপকার্টের কিরানা পার্টনারের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। দেশের পূর্বাঞ্চল থেকে ১৩ হাজারেরও বেশি কিরানা ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত রয়েছে। ২০২০ সালে দেশের কিরানা পার্টনাররা মাসে প্রায় ৩০ শতাংশ আয় বাড়াতে পেরেছে পণ্য ডেলিভারি থেকে।