তখনও ঘুম ভাঙেনি কলকাতায়। ফের কলকাতা শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। সাতসকালে ফুলবাগানে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের অফিসে আগুন লাগল! অফিসের দোতলায় আগুন লাগল। আশেপাশের বেশ কিছুটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। তবে অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশঙ্কা করা হচ্ছে। আগুন কী করে লাগল তারও তদন্তে নেমেছে পুলিশ। যা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। বড় বিপদ থেকে রক্ষা পেল বলে মনে করা হচ্ছে। দমকল সূত্রে খবর, প্রাথমিক দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণের জন্য ডিসি ইএসডি’র অফিস সংলগ্ন রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। তার ফলে তীব্র যানজট তৈরি হয়। যদিও বর্তমানে ওই রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।