বাড়তে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হলো কানোয়ার যাত্রা

অবশেষে সব জল্পনার শেষ। বাড়ছে করোনা সংক্রমণ। এরই মাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির পরে আবার বাড়তে থাকা করোনা অতিমারীর কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সিদ্ধান্ত নিলেন এবারের কানোয়ার যাত্রা বাতিল করার। আগামী ২৫ জুলাই থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডে আসেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়।

কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার দেরাদুনে এক বৈঠকের পরে প্রসঙ্গত, ২০২০ সালেও কানওয়ার যাত্রা বাতিল করা হয়েছিল। পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাকি রাজ্য থেকে উত্তরাখণ্ডে সংক্রমণ ছড়ানো রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। উল্লেখ্য, এর আগে কোভিড বিধি না মেনে কুম্ভমেলায় বিপুল পুণ্যার্থী সমাগম নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। কানোয়ার যাত্রা বাতিল করার সময় হয়তো সেই বিতর্কের কথাও মাথায় রেখেছিল প্রশাসন। তবে উত্তরাখণ্ডে বাতিল হলেও উত্তরপ্রদেশের যোগী সরকার কানোয়ার যাত্রার অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, যেন কোভিড বিধি মেনে ওই যাত্রা অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *