বেশ কিছুদিন বাদে বড়সড় স্বস্তি মিললেও সংক্রমণের সংখ্যায়। দীর্ঘ সময় পর ৩০ হাজারের নিচে নেমে এলো দেশের দৈনিক কোরনা সংক্রমণ। চিকিৎসকদের মতো যা বড়ো স্বস্তির ইঙ্গিত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন মাত্র ৩১ হাজার ৪৪৩ জন। যা কিনা গত ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন। গত একদিনে করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে ৭২৪ জনের। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জন। সেই সঙ্গে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও একলাফে অনেকটা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন। যা কিনা ১০৯ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশের সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৯ হাজার ৭ জন। । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন।
তবে গত ২৪ ঘণ্টায় উদ্বেগ বাড়িয়েছে টিকাকরণের সংখ্যা। এক দিনে দেশে ১২ লক্ষ ৩৫ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৭ কোটি ৭৩ লক্ষ ৫২ হাজার ৫০১ জন টিকা পেয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৪০ হাজার ৩২৫ জনের।