দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা। তাদের দাবি নূন্যতম হলেও বাসের ভাড়া বাড়ানো হোক। এদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভাড়া বাড়াতে চায়না রাজ্য সরকার। এই নিয়েই চলছে দ্বন্দ্ব। তবে এবার বাসভাড়া অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করল মালিক সংগঠনগুলি। কলকাতা ও লাগোয়া অধিকাংশ মালিক সংগঠনই রাস্তায় আরও বাস নামানো হবে বলে জানিয়েছে। সোমবার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাসমালিকদের বৈঠক ব্যর্থ হয়। বাসমালিকরা ন্যূনতম ভাড়া ১০ টাকা করার দাবি জানালেও তাতে কান দেননি পরিবহণমন্ত্রী। উলটে সরকারের তরফে জানানো হয়েছে অক্টোবর পর্যন্ত ভাড়াবৃদ্ধির সম্ভাবনা নেই। এর পরই বাস রাস্তায় নামানো নিয়ে ধন্দে পড়েন মালিকরা।
গত ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মালিকদের দাবি জ্বালানি ও অন্যান্য জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। যে কদিন বাস রাস্তায় নেমেছে প্রত্যেকদিন লোকসান হয়েছে বলে দাবি তাঁদের। বাস মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, পুরনো ভাড়াতেই চলবে বাস। তবে যাত্রীদের কাছে ন্যূনতম ১০ টাকা ভাড়া দেওয়ার জন্য অনুরোধ করা হবে। সরকারের তরফে যদিও দাবি, করোনা পরিস্থিতি চিরস্থায়ী নয়। তাই এক লাফে ৩ টাকা বাসভাড়া বাড়ালে সমস্যায় পড়বেন যাত্রীরা। তাই ভেবে চিন্তে পা ফেলতে চাইছে সরকার।