হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় দাদা৷ আজ সৌরভের ৪৯ তম জন্মদিন৷ পঞ্চাশের দোর গোড়ায় পা দিলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন মহারাজ। গোটা দেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মহারাজ। তাঁকে শুভেচ্ছা জানাতে মহারাজের বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত মহারাজের জন্মদিনে ফোনে কিংবা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এদিন তিনি স্বয়ং পৌঁছে গেলেন সৌরভের বাড়িতে। বৃহস্পতিবার বিকেলে সৌরভের বেহালার বাড়িতে আসেন ‘দিদি’। মুখ্যমন্ত্রী উপহারও তুলে দেন মহারাজের হাতে। পালটা মুখ্যমন্ত্রীকে সিল্কের শাড়ি এবং মিষ্টি উপহার দেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
মহারাজের জন্মদিন বলে কথা, দিনটা বাংলা এবং বাঙালির আবেগের। হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন সৌরভের হাতে গড়ে ওঠা বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরা। গোটা ক্রিকেট বিশ্বে আজ সৌরভ-দিবস। ক্রিকেটের প্রাঙ্গনে যেমন জন্মদিনে শচীন, শেওয়াগ থেকে হালফিলের ঋষভ পন্থের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন, তেমন বলিউডের একের পর এক সেলেব কুলও মহারাজকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকী অনেক রাজনৈতিক নেতাও সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন।