করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে দেশ। দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যাটা কম। লাগাতার স্বস্তির ইঙ্গিত দিচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জন। মৃত্যু এক ধাক্কায় অনেকটা কমলেও ৮০০-র উপরে। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন। উল্টো দিকে কমেছে দৈনিক সুস্থতা। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন। সুস্থতার হার ৯৭.১৮ শতাংশ। ইতিমধ্যেই ভারতে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত বাড়ছে করোনা পরীক্ষার হারও। ইতিমধ্যেই দেশে ৪২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে প্রায় ১৮ লক্ষ ৯৩ হাজার।