করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তার কাছ থেকে বাদ পড়েনি বাংলাও। এই করোনা আবহে দেশের পাশাপাশি রাজ্যেও আর্থিক সংকট৷ তাই এবার এই করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে বিমানে ইকনকিন ক্লাসে যাতায়াত করতে হবে সরকারি অফিসারদের৷ সামাজিক প্রকল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ কমাতে হবে। গাড়ি, কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে না। এমনকী অফিস ভবন, আধিকারিকদের বসার ঘর সংস্কার, সাজানোয় খরচ করা যাবে না। সরাসরি জানানো হলো অর্থ দফতরের অনুমতি ছাড়া বাড়তি কোনও খরচ করা যাবে না৷ আজ শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক আগেই খরচে রাশ টানল রাজ্য সরকার।
অর্থ দফতরের বিবৃতিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে৷ একাধিক কোভিড হাসপাতাল চালাতে হচ্ছে রাজ্যকে৷ বেড, ওষুধপত্র, স্যানিটাইজেশনের খরচ তো রয়েইছে৷ তাই রাজ্যের খরচ কমাতে এই সিদ্ধান্ত৷ তবে ছাড় দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পগুলি–সহ বেতন, পারিশ্রমিক এবং পেনশন দেওয়া হবে। কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সামাজিক প্রকল্পগুলি চালু থাকবে। মিলবে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে চলা প্রকল্পগুলির সুবিধাও।