করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। সবে মাত্রই কিছুদিন যাবৎ নিয়ন্ত্রনে এসেছিল সংক্রমণ। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভয়াবহ হচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই প্রথম দেশে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হল মধ্যপ্রদেশে৷ এক মৃত মহিলার দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে।
দেশে কি তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? যেভাবে দেশে একের পর এক ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে, তাতে সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার এই নয়া স্ট্রেন ছড়িয়ে পড়েছে। যা ঘিরে উদ্বেগ বাড়ছে। এছাড়া ব্রাজিলেও গামা স্ট্রেনের সংক্রমণ দেখা গিয়েছে। ফলে এই মুহূর্তে গোটা বিশ্বে করোনার নানা প্রজাতিই সংক্রামক হয়ে উঠেছে।