গায়ক ও কম্পোজার প্রাজ্ঞ দত্ত, শাশ্বত রায়ের সঙ্গে কোল্যাবরেশনে তাঁর নতুন গান ‘মাঝবয়সী ছলনা’ রিলিস করলেন। প্রাজ্ঞর কণ্ঠে, গানটি একটি স্যাটারিক্যাল রোমান্টিক গান যেটি প্রত্যেক ব্যক্তির মধ্য-জীবনের সময়ের সংগ্রাম এবং উপলব্ধির কথা বলে এবং একটি আশাবাদী নোট ছড়িয়ে দেয়।
মাঝবয়সী ছলনা গানটি লিখেছেন শাশ্বত রায়, কম্পোজ করেছেন প্রাজ্ঞ নিজেই এবং অ্যারেঙ্গ, মিক্স করেছেন দীপেশ চক্রবর্তী। গানটি রেকর্ড করা হয়েছে ইন্সপিরেশন স্টুডিওতে। গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে গান গপ্পো। শাশ্বত রায় গানটির সম্পর্কে বলেন, এই গানটার কারণ, কিছু বেঁচে থাকার অভিজ্ঞতা, ইচ্ছা, উপলব্ধি সবার সাথে ভাগ করার ইচ্ছা থেকে। হয়তো, গানটার নাম মাঝবয়সী ছলনা, কিন্তু এ উপলব্ধি, জীবনের কার কোন বাঁকের মোড়ে আসবে, সে কথা বলা কঠিন। তবে গানের ভাবনাগুলো, কথা গুলো যদি আপনাদের জীবনের সাথে কোথাও মিলে যায় সেখানেই গানের সার্থকতা। প্রাজ্ঞ কে অনেক ধন্যবাদ, খুব মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হলো।
মাঝবয়সী ছলনা’র মিউজিক ভিডিওতে প্রাজ্ঞ এবং শাশ্বত সহ বিভিন্ন শিল্পীদের দেখা যায়, যেমন রোহান, অবীশেক, অর্পিতা সান্যাল, অর্পিতা গোস্বামী-চন্দ, সোহম, হিমাদ্রি, মার্গিতা, সৌভিক এবং মধুরিমা। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কলকাতায় এবং নিউজিল্যান্ডে। গানটিতে কাজ করার বিষয়ে তাঁর অভিজ্ঞতা সম্পর্কে প্ৰাঙ্গ বলেন, মজার বিষয় হল স্বাস্বতদা’র দেওয়া লিরিকের ওপর আমি টিউন করেছি, তার পর দীপেশ কীছূ সুন্দর কম্পোজিশন যুক্ত করেছে। গানে উপস্থিত নাটকটি তুলে ধরার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। পুরো দলের সাথে আরও কিছু গ্রোভি কোল্যাব করার কথা ভাবছি।