বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী। কোতয়ালী থানার পুলিশের দারস্থ নিখোঁজ রোগীর পরিবার। নিখোঁজ রোগীর নাম নুকুরু রায় ( ৬২)। জলপাইগুড়ি জেলার চালসার পূর্ব বাতাবাড়ি এলাকার বাসিন্দারা নুকুরু রায় গত ১১তারিখে চালসা সেফ হোম থেকে করোনা পজেটিভ হয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যরা জানান সব ঠিক ছিল আজ পরিবারের সদস্যরা নুকুরু রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও নুকুরু বাবু ফোন তোলেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে তড়িঘড়ি জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চলে আসেন। হাসপাতালে ভেতরে গিয়ে দেখেন নুকুরু বাবু বেডে নেই শুধু মাত্র তার মোবাইল ফোনটি রয়েছে৷ এই ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতাল চত্তরে। প্রশ্ন উঠছে একটা সরকারি হাসপাতাল থেকে নিরাপত্তা কর্মী থাকার পরেও কি ভাবে রোগী পালিয়ে গেলো। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রোগীর খোঁজ পেতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকে একটি অভিযোগ করেন। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দারস্থ ও হয়েছে নুকুরু রায়ের পরিবার৷ জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর জানান এদিন সকালে হাসপাতালের কর্মী দেখেন বেডে নুকুরু রায় নেই। হাসপাতাল এলাকায় খোজাখুজি করার পর হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে বিষটি জানানো হয়েছে৷ বর্তমানে কোতয়ালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।