ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বলেন, ভোট মিটলেই জলের ব্যবস্থা হবে। ভোট মেটে কিন্তু জলের ব্যবস্থা হয় না। আর এতেই ক্ষিপ্ত গ্রামের মানুষ।
শুকিয়ে গেছে কুয়োর জল, নলকূপ থেকেও বের হচ্ছে না জল, সরকারি মার্শালটিও প্রায় দের বছর ধরে অকেজো, তাই চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের ভুটি ঝাড়ি দেবনাথ পাড়ার মানুষ। সরকারি মার্শাল বাড়ির কুয়ো ও নলকূপে জল না থাকায় পানীয় জল আনতে হচ্ছে দেবীঝোরা চা বাগান থেকে।
এলাকার বাসিন্দা অজয় দেবনাথের বক্তব্য, প্রতিবছর আমাদের এই দেবনাথ পাড়ায় জলের সমস্যা দেখা যায় । বছরের তিন মাস মূলত এ সমস্যা দেখা যায় । আমাদের গ্রামে সরকারিভাবে একটি মার্শাল দেওয়া হলেও প্রায় দেড় বছর ধরে অকেজো । ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে আমাদের জল আনতে হচ্ছে । সেই জলের উপর নির্ভর করতে হয় গ্রামের সব মানুষকে। এই জল দিয়েই সারতে হয় স্নান, খাওয়া, জামা-কাপড় ধোওয়া প্রায় সব কাজই। বহু দিন থেকেই তাই আমরা বিভিন্ন জায়গায় জলের সুব্যবস্থার জন্য বলে আসছি। কিন্তু কিছুই হচ্ছেনা