১ এপ্রিল থেকে নিসান ইন্ডিয়া সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছে। নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, অটো কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি ঘটতে থাকায় তারা বাধ্য হয়ে সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছেন। এই মূল্যবৃদ্ধি বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে আলাদা আলাদা হবে।
বর্তমানে ১১,০০০ টাকায় নতুন নিসান ম্যাগনাইট বুকিং চলছে সকল নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে (https://book.nissan.in/)। এটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইনআপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। সেগমেন্টের অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল’ দুইরকম ইঞ্জিন অপশন-যুক্ত নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি ভেরিয়েন্টে। দুইরকম ইঞ্জিন অপশন-সহ ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে এমটি ও এএমটি ভেরিয়েন্টে। ১.২এল ইঞ্জিন অপশনের ডাটসুন গো এমটি ও সিভিটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।এমটি ও সিভিটি অপশনের ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২এল ইঞ্জিন-সহ।