টাটা পাওয়ার-এর ‘পাওয়ারলিংকস’ শিলিগুড়িতে লঞ্চ্ করল তাদের ডিজিটাল স্কুল ল্যাব উদ্যোগের আওতাধীন ই-লার্নিং প্লাটফর্ম ‘ই-বিদ্যা’। কোম্পানির উদ্দেশ্য, ই-বিদ্যার মাধ্যমে জলপাইগুড়ি ও শিলিগুড়ির ৫৭টি স্কুলের ২২০ জন শিক্ষককে সুবিধা প্রদান এবং ১৫০০০ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করা। ই-বিদ্যা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ই-বিদ্যা ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের দশম শ্রেনি পর্যন্ত শিক্ষাক্রমের সঙ্গে সংযুক্ত। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যানিমেশন, রিডলস, পাজলস, স্টোরি ও ডিজিটাল টেকনোলজির মাধ্যমে সানন্দে শিক্ষাগ্রহণ করতে পারবে। এর মুখ্য উদ্দেশ্য হল, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজ আদানপ্রদানের সুবিধা সৃষ্টি করা।
পাওয়ারলিংকস-এর সিইও অ্যান্ড এমডি, শ্রীমতি কিরণ গুপ্তা জানান, ই-বিদ্যার মাধ্যমে তারা এডুকেশন সেক্টরে একটি অ্যাডভান্সড ও পাথ-ব্রেকিং সলিউশন চালু করতে চান। সেইসঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের দিতে চান এক উদ্ভাবনী ‘টিচিং অ্যান্ড লার্নিং’ এক্সপিরিয়েন্স। শ্রীমতি দীক্ষা সিং (হেড এইচআর পিটিএল অ্যান্ড টিপিটিসিএল অ্যান্ড সিএসআর, পাওয়ারলিংকস) জানান, টাটা পাওয়ার সোলার-এর অধীনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি রূপায়িত হচ্ছে সাউথ রোটারি এনজিও-র মাধ্যমে শিলিগুড়ির প্রত্যন্ত গ্রামাঞ্চলের ২৭টি সরকারি স্কুলে (২০২১ অর্থবর্ষে) ও ৩০টি স্কুলে (২০২০ অর্থবর্ষে)।