সারা দেশ জুড়ে গ্রাহকদের জন্য মহিলাদের আর্থিক ক্ষমতায়ণ বিষয়ক কর্মশালার আয়োজন করে চলেছে ভারতের অন্যতম অগ্রণী মাইক্রোফিনান্স সংস্থা সাটিন ক্রেডিটকেয়ার নেটওয়ার্ক লিমিটেড (এসসিএনএল)। সাটিনের এইসব কর্মশালার লক্ষ্য হল আর্থিক সাক্ষরতা বিষয়ে ও সরকারের উদ্যোগ-উন্নয়ণ বিষয়ক প্রকল্পগুলির ব্যাপারে গ্রাহকদের অবহিত করা। কর্মশালায় যোগ দিয়ে তারা নিয়মকানুন জানার সঙ্গে প্রত্যেকে নিজের ও অপরের সাহায্যের জন্য কাজ করতে পারবেন।
এরকম একটি কর্মশালা গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে নদিয়ার ভাকুলা নতুন বাজার এলাকায়। সেখানে প্রায় ১০০ জন এসসিএনএল গ্রাহক অংশ নিয়েছিলেন। ওই কর্মশালায় মুখ্যত জোর দেওয়া হয় সাধারণ কর্মী থেকে শিল্পোদ্যোগী হয়ে ওঠার ব্যাপারে। কর্মশালায় অংশগ্রহণকারী গ্রাহকদের ‘গুড ফিনান্সিয়াল হ্যাবিট’ তৈরির জন্য ‘ক্রেডিট ডিসিপ্লিন’ সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তাদের মধ্যে ছিলেন প্রশান্ত কুমার চক্রবর্তী (বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রাক্তন ব্রাঞ্চ সেক্রেটারি) এবং সাটিন ক্রেডিটকেয়ার নেটওয়ার্ক লিমিটেডের পৃথ্বীরাজ কর্মকার (ডেপুটি রিজিয়োনাল ম্যানেজার), সুশান্ত পাল (রিজিয়োনাল ম্যানেজার, নদিয়া), শ্রী আশুতোষ (জোনাল ম্যানেজার) ও দীপক কুজুর (ডেপুটি চিফ অপারেটিং অফিসার)।