শিশু অবস্থা থেকে সাইবার সচেতনতা বৃদ্ধি

প্রাথমিক স্তর থেকে সাইবার অপরাধ কাটাতে সচেতনতা প্রশিক্ষণ শুরু করলো রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং সমগ্র শিক্ষা মিশন। মহামারীর প্রবাহে শিক্ষা ব্যবস্থায় অনেকটা বদল আসে, তাই শৈশবে থেকেই পড়ুয়াদের সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হওয়ার সুযোগ পাবে। কেননা দিনে দিনে সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে,তাই কখনো অজান্তে কখনো জেনে বুঝে। তাই প্রাথমিক থেকেই পড়ুয়ারা বুঝতে পারবে।

রাজ্যে স্কুলশিক্ষা বিশেষজ্ঞ চেয়ারম্যান অভীক মজুমদার এই দিকে ইঙ্গিত করে জানিয়েছে,”শিশু অবস্থা থেকে সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ। সচেতনতা বাড়াতে শিক্ষক শিক্ষিকাদের সদর্থক ভূমিকা নিতে হবে।
সাইবার সিলেবাসে কি রয়েছে?
প্রশিক্ষণপ্রাপ্ত এক শিক্ষক জানিয়েছেন, একজন সাইবার বিশেষজ্ঞ সাইবার অপরাধ কি এবং তার ধরনগুলো কি সেই বিষয় গুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও এর থেকে কি করে রক্ষা পাওয়া যায় তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন।
প্রাথমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্য সেফটি টিপস:
নিজেদের পাসওয়ার্ড স্ট্রং করতে হবে, সাইবার বুলিং এর শিকার হলে তা শিক্ষক বা শিক্ষিকাদের জানানো অথবা অভিভাবকদের।অজানা,অচেনা লিংক এ কখনো কোনভাবেই খোলা নিষেধ।
সাইবার অপরাধের ধরণ গুলো কি কি হতে পারে?
স্পুফিং বা ভুয়ো মেল পাঠিয়ে তথ্য হাতিয়ে নেওয়া,বিভিন্ন সোশ্যাল সাইট ব্যবহার করে যোগাযোগ করা,ম্যালওয়ার,ট্রোজান এবং আইডেন্টিটি থেফট অর্থাৎ,কোনও পরিচিতের নাম করে সাইটের মাধ্যমে কথা চালিয়ে যাওয়া ও ব্যাংক ফ্রড। মূলত বেআইনিভাবে টাকা হানিয়ে নেওয়ার জন্যই চেষ্টা করে অপরাধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *