আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এবিএইচআইসিএল) জোরহাটে তাদের প্রথম ফুল-সার্ভিস ব্রাঞ্চ খোলার কথা ঘোষণা করল। এবিএইচআইসিএল হল একটি উল্লেখযোগ্য নন-ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ‘আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের’ হেলথ ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি। এবিএইচআইসিএল-এর নতুন শাখা থেকে মানুষের স্বাস্থ্যগত সমস্যার সময়ে আর্থিক সুরক্ষা প্রদান করার সবরকম ব্যবস্থা করা হবে।
এবিএইচআইসিএল তাদের ‘ফিগিটাল’ ব্যবস্থার মাধ্যমে একটি নতুন ফ্রেমওয়ার্ক দ্বারা মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে। এর আওতায় আসবে হেলথ ইন্স্যুরেন্স ও সুস্থ থাকার জন্য ওয়েলনেস প্রোগ্রাম। স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত একটি সার্বিক উন্নতিমূলক কোম্পানি হিসেবে জোরহাটের নতুন শাখায় সর্বোচ্চ মানের স্বাস্থ্য ও সুরক্ষা বিধির দিকে নজর রাখবে এবিএইচআইসিএল। এই শাখায় কোভিড-১৯ বিষয়ক সব নির্দেশাবলী মেনে চলা হবে, যাতে গ্রাহক ও কর্মীরা সুরক্ষিত থাকেন।
আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও মায়াঙ্ক বাথওয়াল জানান, জোরহাটে তাদের প্রথম ফুল-সার্ভিস ব্রাঞ্চ খুলতে পেরে তারা আনন্দিত। এই শাখা থেকে তাদের সকল কাস্টমাইজড হেলথ ইনস্যুরেন্স সলিউশনের সুবিধা দেওয়া হবে শহরবাসীকে।