জানুয়ারি ২০২১ থেকে সব নিসান ও ডাটসুন মডেলে ৫ শতাংশ অবধি দাম বাড়ানো হবে বলে জানিয়েছে নিসান ইন্ডিয়া। বাজারের বর্তমান পরিস্থিতিতে ও ব্যয়বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়েই সকল নিসান ও ডাটসুন মডেলের দাম জানুয়ারি ২০২১ থেকে বাড়াতে চলেছেন বলে জানান নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব। বর্তমানে ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে ০.৮লি ও ১.০লি ইঞ্জিন অপশনে এবং এমটি ও এএমটি ভেরিয়েন্টে। ডাটসুন গো পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.২লি ইঞ্জিন অপশনে। ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২লি ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসানের ক্ষেত্রে, নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.৫লি ন্যাচারালি অ্যাস্পিরেটেড ও ১.৩লি টার্বো পেট্রোল ইঞ্জিন অপশনে।