কার্ডিয়াক সিনকোপে আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনটি আর্টারি ব্লক হয়েছে তার। চিকিৎসা চলছে মহারাজের। এনজিওগ্রাম করা হয়েছে বিসিসিআই সভাপতির। আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে চিকিৎসক এও স্পষ্ট করে দেন, যে রোগীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, তাঁকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতেই হয়। অত্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।