গ্রাহকদের জন্য এক ‘মহা’ রিচার্জ অফার নিয়ে এসেছে অগ্রণী টেলিকম অপারেটর ‘ভি’। গ্রাহকরা কোনও বাড়তি খরচ ছাড়াই এক্সট্রা ডেটা পাবেন ভি অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে। ২৯৯ টাকা বা ততোধিক মূল্যের রিচার্জে কোনও বাড়তি ব্যয় না করেই গ্রাহকরা পেতে পারেন ৫জিবি এক্সট্রা ডেটা (৩দিনের বৈধতা-সহ)।
১৯৯ টাকা থেকে ২৯৯ টাকার রিচার্জে গ্রাহকরা পাবেন ২জিবি এক্সট্রা ডেটা (৩দিনের বৈধতা-সহ)। সীমিত সময়ের এই অফার বর্তমানে পাওয়া যাচ্ছে ১৯৯ টাকা বা ততোধিক মূল্যের সকল ভি প্রিপেড রিচার্জের ক্ষেত্রে। এই অফার ছাড়াও বর্তমানে চালু রয়েছে ভি২০ফ্যানফেস্ট (Vi20FANfest) চ্যালেঞ্জ যার দ্বারা গ্রাহকরা প্রতি ম্যাচের দিন একটি স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
কনটেস্টের একজন মেগা উইনার টি২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের দুইটি টিকিট জয়ের সুযোগ পাবেন। ম্যাচ চলাকালীন ভি২০ফ্যানফেস্ট চ্যালেঞ্জে খেলা যাবে ভি ফেসবুক পেজ (@ViOfficialFanWorld), ভি টুইটার পেজ (@ViCustomerCare) ও ভি ইনস্টাগ্রাম পেজে (viofficialfanworld)।