পূর্ব আগরতলা থানা আবারো দুষ্কৃতীদের বিরুদ্ধে সাফল্য পেল। ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে থানা পুলিশ সম্প্রতি একটি অভিযানে মোবাইল, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাস বই, নগদ টাকাসহ বিভিন্ন ব্যাংকের তথ্য এবং সেই সঙ্গে পাঁচজনের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত কিছুদিনে রাজধানী আগরতলা এবং রাজ্যসহ সারা দেশে সাইবার অপরাধের প্রবণতা বেড়ে উঠেছে। রাজ্যেও সাইবার অপরাধ সংক্রান্ত একাধিক ঘটনা ঘটেছে, যেখানে এটিএম স্ক্যাম বা ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ক প্রতারণার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ প্রতারক চক্রকে চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ফলস্বরূপ এদের ধরা সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত চলছে এবং সাইবার জালিয়াতির সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ কর যে এসডিপিও রাজধানী আগরতলা থেকে সব ধরনের অপরাধের ঘটনা অন্যের কোথায় নিয়ে আসার জন্য অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। উনার এই চেষ্টার ফলস্বর সদর মহকুমা এলাকায় নেশা কারবারীদের দৌরাত্ব অনেকটাই কমেছে। একইভাবে তিনি এখন সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। উনার এই কঠিন সিদ্ধান্ত সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে অভিমত অনেক।