সানস্টোন এডুভারসিটির ৫ কোটির স্কলারশিপ

ভারতের অন্যতম উচ্চ-শিক্ষা পরিষেবা প্রদানকারী সংস্থা সানস্টোন এডুভারসিটি তার “স্টেপ আপ স্কলারশিপ” প্রোগ্রাম ঘোষণা করল। এই প্রোগ্রামের অর্ন্তগত সানস্টোন মেধাবী ১০০০-এরও বেশি শিক্ষার্থীদের জন্য পাঁচ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা করেছে। উল্লেখ্য এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের ফলাফল-ভিত্তিক এবং প্রভাবশালী উচ্চ শিক্ষা কার্যক্রমের সাথে তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ দেয়। স্নাতকোত্তর কোর্সে (এমবিএ, এমসিএ এবং পিজিডিএম)  পাঠরত বা পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা ১০০ শতাংশ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

প্রার্থীদের সানস্টোন এডুভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে রবিবার, ৬ ফেব্রুয়ারি রাত দশটার মধ্যে তাদের আবেদন জমা দিতে হবে।স্কলারশিপের জন্য প্রার্থীদের “স্টেপ আপ স্কলারশিপ” পরীক্ষা দিতে হবে যা চলতি বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কোয়ানটেটিভ এবং ভারবাল অ্যাপটিটিউট, সাইকোমেট্রিক অ্যাবিলিটিস, কারেন্ট অ্যাফেয়ারস প্রভৃতি বিষয়ের উপর প্রার্থীদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তবেই তাঁরা স্কলারশিপের জন্য বিবেচিত হবেন।

সানস্টোন এডুভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও সিওও পীযূষ নাংরু বলেন, মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে যাতে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হন সেই কথা মাথায় রেখেই এই “স্টেপ আপ স্কলারশিপ” প্রোগ্রামটি তাঁদের সাহয্যের একটা প্রচেষ্টা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *