বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। অতীতে একাধিকবার তৃণমূল নেত্রী, সাংসদ, মন্ত্রীরা দাবি করেছেন, কেন্দ্রের মোদি সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে।
রাজঘাটে তৃণমূলের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন।
অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন গিরিরাজ সিং। গিরিরাজ অভিযোগ করেন বাংলায় ভুয়ো জব কার্ড ব্যবহার করে টাকা নয়ছয় করা হয়। ১০০ দিনের কাজ নিয়ে অনুসন্ধান চালানোর সময় ২৫ লক্ষ জব কার্ডের হেরফের দেখা গেছে।