আইপিএলের মেগা নিলামের টেবিলে তোলা হচ্ছে ,৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার

জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলাম। ২৪ ও ২৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর ২টো থেকে চলবে প্লেয়ার ক্রয় প্রক্রিয়া। মোট ৫৭৪ জন ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হচ্ছে, শুক্রবার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও  কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন। সব মিলিয়ে ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে ১০ দল। যাঁদের মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনা যাবে। 

নিলামে সর্বোচ্চ ন্যূনতম দাম ২ কোটি টাকা। মোট ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই তালিকায় রেখেছেন।  সেই তালিকায় রয়েছে গত আইপিএলে অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়া ঋষভ পন্থ, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে আসা কে এল রাহুল, ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহদের নাম।ইংল্যান্ডের জস বাটলার, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নাররাও রয়েছেন সেই তালিকায়। আগে আইপিএলের সবচেয়ে কম দামি ক্রিকেটারেরা পেতেন ১০ লক্ষ টাকা। তবে  প্রারম্ভিক মূল্যে এখন তা বেড়ে হয়েছে ৩০ লক্ষ টাকা পাবেনই।